Adhir Chowdhury কোন বাজার দখল করতে বললেন অধীর ? 

Published By: Imagine Desk | Published On:

Adhir Chowdhury লোকসভা নির্বাচনেও পুরোনো গড় মুর্শিদাবাদ খালি হাতে ফিরিয়েছে কংগ্রসেকে। নিজের কেন্দ্রে হেরেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। বছর ঘুরলেই হবে ২০২৬ এর বিধানসভা নির্বাচন। সেই বিধানসভা নির্বাচনের আগে মুর্শিদাবাদ জেলায়  Murshidabad district ঘুরে দাড়াতে চাইছে কংগ্রেস? লক্ষ্য তরুণ , যুবদের একত্রিত করা?  নতুন বছরের শুরুতেই যুব কংগ্রেসের INDIAN YOUTH CONGRESS কর্মী সম্মেলনে কংগ্রেস নেতৃত্বের কথায় উঠে এল এই লাইনই। কার্যত যুব নেতাদের কংগ্রেসের চেয়ার দখলেরও আহ্বান জানালেন অধীর। অধীর কটাক্ষ করেন, কংগ্রেসের প্রবীণদেরও।

Adhir Chowdhury কোন বাজার দখল করতে বললেন অধীর ?

এদিন অধীর বলেছেন, ” আমাদের কালো চুলের নেতা দরকার। দল বড় হতে গেলে, দলকে শক্তিশালী হতে গেলে যুবদের আরও শক্তিশালী হতে হবে”। অধীর এদিন দাবি জানিয়েছেন, পঞ্চায়েত নির্বাচনে, পৌরসভা নির্বাচনে যুবদের প্রার্থী  করছেন। অধীর বলেছেন,  ” আমাদের মধ্যে যারা পাকা মাথার লোক আছে, তাঁরা যুবদের ঘেঁষতে দিতে চায় না। বাজার যদি চলে যায়। কিন্তু আমি বলে, বাজার দখল করে নাও যুবরা। তোমাদের মেহনত, পরিশ্রম করে বাজার দখল করে নাও।  আমাদের নেতারা বাতেলা দিয়ে বাজার দখল করে রাখে। তোমরা মেহনত করে বাজার দখল করে নাও। মেহনতের দম বেশি”। অধীরের দাবি, যুবদের অনেক বেশি সুযোগ দিতে চায় কংগ্রেস। যারা পার্টি করে তাঁদের তিনি মর্যাদা দিতে চান বলেও দাবি করেছেন অধীর।

Adhir Chowdhury  সোমবার বহরমপুরে রবীন্দ্রসদনে হল মুর্শিদাবাদ জেলা যুব কংগ্রেসের কর্মী সম্মেলন। সেই সভায়  যুবদের উজ্জীবিত করলেন বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। অধীর চৌধুরী  এদিন বলেছেন, এদিনের সম্মেলনে অধীর ছাড়াও ছিলেন রাজ্য ও জেলা যুব কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব, জেলা কংগ্রেসের নেতৃত্ব। বহরমপুরে কর্মী সম্মেলনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে যুব কংগ্রেসের কর্মীরা হাজির ছিলেন।  যুব কংগ্রেস নেতা আজহার মল্লিক বলেন, ” অধীর চৌধুরী রাজ্য সম্মেলন করতে বলেছেন। অধীর চৌধুরীর নির্দেশ মেনে কাজ করা হবে”।