Abu Taher Khan কেঁদে ফেললেন আবু তাহের । বৈঠকে কী হল?

Published By: Imagine Desk | Published On:

Abu Taher Khan “ শেষের সেদিন ভয়ঙ্কর” । কার্যত চেতবনি দিলেন নেতাকর্মীদের। দিন কয়েক ধরে নওদা নিয়ে তৃণমূলের অন্দরে ও প্রশাসনিক স্তরে যে দড়ি টানাটানি চলছিল তার সম্মানজনক সমাধনসূত্র বের করার জন্য মঙ্গলবার রাজ্য নেতৃত্বের নির্দেশে বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ে ম্যারাথন বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে আবেগের বাঁধ ভেঙে গেল আবু তাহের খানের। তাঁর খাসতালুক নওদায় তাঁর অনুগামীদের ওপর প্রশাসনিক পদক্ষেপ কার্যত বিব্রত , ক্ষুব্ধ এবং বিচলিত দেখাচ্ছিল এই প্রবীণ তৃণমূল নেতাকে।

Abu Taher Khan কী বললেন মুর্শিদাবাদের সাংসদ ?

Abu Taher Khan বৈঠকে তিনি জেলা প্রশাসনের সর্বোচ্চ আধিকারিকদের কঠোর সমালোচনা করেন। সমস্ত ঘটনা মুখ্যমন্ত্রীকে জানাবেন বলে ঘোষণাও করেন মিটিং’এ। তখনই তিনি সব্বাইকে মনে করিয়ে দেন, “শেষের সেদিন ভয়ঙ্কর”। যদিও বৈঠক শেষে সাংবাদিকদের সামনে কোন মন্তব্য করেন নি।

Murshidabad TMC

Abu Taher Khan মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যে- একটানা চলে   ম্যারাথন বৈঠক। নওদা জট কাটাতে বহরমপুর- মুর্শিদাবাদ জেলা তৃণমূল কার্যালয়ে তিন ঘণ্টা ধরে রুদ্ধশ্বাস বৈঠকে হাজির ছিলেন বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠিক জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকার APURBA SARKAR , চেয়ারম্যান রবিউল আলম চৌধুরী Rabiul Alam Chowdhury ,  মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান ও নওদা ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব , শাখা সংগঠনের নেতৃত্ব ও জনপ্রতিনিধিরা ।  তিন ঘণ্টা ধরে ম্যারাথন বৈঠকে নওদা ব্লকের বিদ্রোহী নেতৃত্ব ও জন প্রতিনিধিদের কথা শোনেন জেলা নেতৃত্ব। সেই বৈঠকে ভাষণ দিতে গিয়েই আবেগতাড়িত হয়ে পড়েন আবু তাহের খান। তবে তৃণমূল সূত্রের দাবি,  তিন ঘণ্টার আলোচনায় জল গলে যায় অবশেষে। সুর নরম করেন বিদ্রোহী ব্লক সভাপতি সফিউজ্জামান সেখ  । সফিউজ্জামান সেখ এদিন মিটিং শেষে বলেছেন,  আবেগতাড়িত হয়ে ইস্তফাপত্র লিখেছি। কিন্তু দলের ভাবনা, জেলা নেতৃত্ব, অভিভাবকদের কথাকে সম্মান জানিয়ে মানুষের জন্য কাজ করে যাব। চ্যালেঞ্জ, হেনস্থা উপেক্ষা করেই কাজে ফিরব। তবে বৈঠকে বরফ গরবে কিনা সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের।