ABT Terrorist Arrested জঙ্গি-যোগে রাজ্যে গ্রেফতার আরও ১। বেঙ্গল এসটিএফ জঙ্গি সন্দেহে নদীয়ার থানারপাড়া থানা এলাকা থেকে বিপ্লব বিশ্বাস ওফরে আব্দুলা নামে একজনকে গ্রেফতার করেছে। বেঙ্গল এসটিএফ এর হাতে ধৃত বিপ্লব বিশ্বাসের সঙ্গে আনসারুল্লা বাংলার যোগ রয়েছে বলে অনুমান STF-এর। ধৃত ABT জঙ্গি শাদ রাডির আত্মীয়-সহ ২ জনকে জেরা করে বিপ্লবের হদিশ মিলেছে। ধৃতের সঙ্গে ABT-র প্রত্যক্ষ যোগ রয়েছে বলে অনুমান গোয়েন্দাদের। ধৃতকে বৃহস্পতিবার বহরমপুর সিজিএম আদালতে তোলা হলে তিন দিনের এসটিএফ হেফাজতের নির্দেশ দেওয়া হয়।
ABT Terrorist Arrested কে এই বিপ্লব বিশ্বাস?
ABT Terrorist Arrested নাম আব্দুল্লা হলেও পরিচয় বদলে সে বিপ্লব বিশ্বাস নামেই বাংলায় ছিল! গোপন সূত্রে খবর পেয়েই চলে অভিযান। জানা যাচ্ছে, বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লা বাংলা টিমের সদস্য সজিবুল ও মুস্তাকিমের সঙ্গে যোগাযোগ ছিল এই বিপ্লবের। এই জঙ্গি সংগঠনের নির্দেশেই সে বাংলায় বিভিন্ন ধরনের দেশবিরোধী কাজ চালাত বলে অনুমান STF-এর। শুধু তাই নয়, আনসারুল্লার হয়ে মগজধোলাই’য়ের কাজও সে করতে বলে খবর। তবে ধৃত আবদুল্লাহ ওরফে বিপ্লব নদিয়ার বাসিন্দা নাকি অন্য কোথাও থেকে এসে ঘাঁটি গেড়েছে তা এখনও স্পষ্ট নয়।
ABT Terrorist Arrested সূত্রের খবর, জঙ্গি যোগে ধৃত তিন জনের কন্ঠস্বর রেকর্ড করতে চলেছে বেঙ্গল এসটিএফ। এই তিন জনেরই কন্ঠস্বর মিলিয়ে দেখা হবে। ইতিমধ্যেই আদালতের কাছে আবেদন জানায় বেঙ্গল এসটিএফ এবং সেই আদেবন মঞ্জুর করা হয়।